
কামরুল হাসান:
শারদীয় দুর্গা পুজোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষনে রবিবার (২৪অক্টোবর) বেলা ১২টায় মহানবমীতে কলারোয়ার বিভিন্ন বিভিন্ন পুজোমন্ডপ পরিদর্শন করেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির। এসময় তিনি পুজোমন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রæত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন।
তিনি জানান, অসা¤প্রদায়িক চেতনাকে লালন করে তা অব্যাহত রাখতে হবে এবং অসা¤প্রদায়িক চেতনাকে সমন্বিত করতে হবে। পূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিচ্ছে। গয়ড়া পুজোমন্ডপে পৌছালে সনাতন ধর্মীয় দর্শনার্থীরা থানার অফিসার ইনচার্জকে শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিট পুলিশের দায়িত্বরত এস আই ইস্ররাফিল হোসেন, এ এস আই রফিকুল, এ এস আই রাকিবুল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব, যুগ্ম সম্পাদক পার্থ মজুমদার, সদস্য গৌতম কর্মকার, রামকৃষ্ণ মজুমদার, অশোক কর্মকার ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।