
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় পানিতে ডুবে জোবায়ের হোসেন নামে ৪ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫ টার দিকে। জানা যায়, জোবায়ের হোসেনের বাবা শেখ আশরাফুল ও মা সাথী খাতুন কলারোয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের টালি কারখানায় কাজ করেন। জোবায়ের মায়ের সাথে দুপুর দুইটার দিকে টালি কারখানায় যায়। এরপর বিকাল ৫ টার দিকে লোক মারফত তার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন তার মা। বাড়িতে এসে জোবায়ের হোসেন তার ভাই ইসরাফিলের সাথে খেলতে বের হয়। খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশু জোবায়ের। পাশের বাড়ির এক মহিলা পুকুরে ওজু করতে এসে ওই শিশুর মৃতদেহ পানিতে ভেসে উঠতে দেখে। তখন তার ডাক চিৎকারে এলাকার মানুষ এসে পানি থেকে নিষ্পাপ শিশুর নিথর দেহটি উপরে উঠিয়ে আনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।