নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় বস্ত্র ও পাট মন্ত্রাণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ ”শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে কলারোয়া উপজেলায় দুই দিন ব্যাপি পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার সকাল ১০টা থেকে কলারোয়া পাইলট হাইস্কুলের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম। আরো প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা কলারোয়া অনির্বান বিশ্বাস। প্রশিক্ষণ কর্মশালায় ১০ টি ইউনিয়ন থেকে ১৫০ জন পাট চাষি অংশগ্রহণ করেন।