কলারোয়া ব্যুরো: কলারোয়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পাট কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়াম ১০ – ১১ জুন ২ দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার সহকারী কমিশনার আক্তার হোসেন। উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসিন আলী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপ সহকারী পাট কর্মকর্তা অনির্বান সরকার প্রমুখ।
উপজেলার ১২টি ইউনিয়নের ১০০ জন প্রান্তিক পাট চাষীদের ৫০ জন করে দুটি ভাগে বিভক্ত করে ২ দিনে এই প্রশিক্ষণ দেওয়া হয়।