কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ফের আর একজন ব্যক্তির রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ৪ জন করোনা পজিটিভ হলেন। ৪ জনই চন্দনপুর ইউনিয়নের। আক্রান্ত ব্যক্তি আবুল কালাম (৫২) ওরফে সালেহ পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনি চন্দনপুরের হিজলদি বাজারে ডাক্তারি করেন। বাড়ি একই ইউনিয়নের নাথপুর গ্রামে। তাঁর পিতার নাম রমজান আলি। জানা গেছে, কলারোয়ার প্রথম করোনা পজিটিভ দাড়কি গ্রামের মাজেদুল ঢাকা থেকে এসে প্রথমে ওই পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ১৮ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোবাবার প্রাপ্ত রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এদিকে এই করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তি যেহেতু একজন পল্লী চিকিৎসক, সেহেতু তাঁর সংস্পর্শে এরই মধ্যে অনেক মানুষ এসেছেন। আর আতঙ্ক ও উদ্বেগের কারণ এখন এটাই ঘিরে। জানা গেছে, রোববার আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।