প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০১৯, ১২:৪০ পূর্বাহ্ণ
কলারোয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মুজিবর খা (৪৫) কে গ্রেফতার করেছেন। সোমবার (৯ই সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কামারালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে ওই গ্রামের ওজিয়ার খার ছেলে। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনা মোতাবেক এসআই ফারুক হোসেন, এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মুজিবর খা কে বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মুজিবর খা কে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.