
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে নাবী পাটের বীজের উৎপাদন। কলারোয়া কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া মাঠে নাবী পাটের বীজের উৎপাদন পরিদর্শন করেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা খামার বাড়ি কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, কৃষি অফিসার খালেদ সাইফুল্লাহ। এসময় তাঁরা কলারোয়া উপজেলার বিভিন্ন মাঠে বীজ ক্ষেত পরিদর্শন করেন।
কলারোয়ায় প্রথমবারের মতো পাট বীজ উৎপাদন ব্যবস্থা হাতে নিয়েছেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। এখন পর্যন্ত আশানুরূপ ফলন দেখা গিয়েছে। কলারোয়া উপজেলায় ফুল ও বীজের পরিমাণ বেশি যা ভবিষ্যতে এই উপজেলা বাংলাদেশের বীজ উৎপাদনের অন্যতম প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করছেন সাতক্ষীরা জেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম। প্রদর্শনের সময় উপস্থিত অফিসাররা গাছের উচ্চতা, বীজের পরিমাণ, চষের সমস্যা নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। এ সময় বিভিন্ন মিশ্র চাষের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।