
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্সসোমবার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্কাউটসের সম্পাদক পল্টু বাসার, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ হুমায়ূন কবির, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ মোল্লা, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আসাদুজ্জামান আসাদ, আবু রায়হান মিকাঈল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা স্কাউটস’র সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন লিলি।