প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২০, ৯:৩০ অপরাহ্ণ
কলারোয়ায় ত্রাণ তহবিলে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ৮০ হাজার টাকা সহায়তা
কামরুল হাসান:
কলারোয়ায় করোনাভাইরাসজনিত সহায়ক ত্রাণ তহবিলে ৮০ হাজার টাকা তুলে দিলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ এর হাতে এ টাকা তুলে দেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শেখ মুনী-উল-গীয়াস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড'র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ। দেশকে স্বাধীন করার ব্রতে হাতে অস্ত্র তুলে যুদ্ধ করা এই বীর মুক্তিযোদ্ধাগণ দেশের এই ক্রান্তিকালে যে কোনো ভূমিকায় অবতীর্ণ হতে আজও বদ্ধপরিকর। তঁাদের এই সহায়তা আরও একবার প্রমাণ করে, করোনার কারণে সৃষ্ট এই সংকটকালে তাঁরা দেশ ও জনগণের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে আছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.