
কলারোয়ার ব্যুরো:বাংলাদেশ ডিপ্লামা কৃষিবিদ ইনষ্টিটিউড কলারোয়া সাতক্ষীরা এর আয়োজনে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে কলারোয়া উপজেলার ২৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এই দিবস পালন করে।একই সাথে এই কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেনীর মর্যাদা দেয়ায় ব্যানারে- গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেনীর সন্মান, লেখাটি শোভা পায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউট বাংলাদেশ (ডিকেআইবি) এর সভাপতি এ্যাডভোকেট কামাল রেজা, কলারোয়া উপজেলা শাখার সভাপতি শেখ আবুল হাসান, কলারোয়া শাখার সাধারন সম্পাদক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম কে এম মামুনূর রশিদ প্রমুখ।