
কলারোয়া ব্যুরো: কলারোয়া পৌরসভার আয়োজনে ‘টয়লেট স্বাস্থ্যসম্মত বিষয়ক প্রচারকার্যমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টায় পৌরসভার হলরুমে প্রাকটিক্যাল এ্যাকশনের তত্ত্বাবধানে ডব্লু, আই ওয়াশ, এসডিজি ( টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) আওতাধীন প্রচারমূলক সভায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ জাহাঙ্গীর হোসেন, পৌর প্যানেল মেয়র-২ জিএম শফিউল আলম শফি, পৌর প্যানেল মেয়র-৩ নারী কাউন্সিলর ফারহানা হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর আকিমুদ্দীন আকি, কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, কাউন্সিলর তৃতীয় লিঙ্গের দিথী খাতুন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, বিদ্যুৎ প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দ্দী হোসেন, হিসাব রক্ষক ইমরুল হোসেন, কার্যসহকারী শেখ ইমরান হোসেনসহ কাউন্সিলর ও সুধিবৃন্দ। উল্লেখ্য, টয়লেট স্বাস্থ্যসম্মত (পরিষ্কার-পরিচ্ছন্ন) বিষযক ওই প্রচারকার্য সভায় পৌরসভাধীন ৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন বলে জানা যায়।