কলারোয়া ব্যুরো: কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা'র সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউট'র আজীবন সদস্য মশিউর রহমান। সোমবার সকাল সাড়ে ১০ টায় কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবার কর্মকর্তাদের হাতে নগদ ২০ হাজার টাকার সহায়তা প্রদান করেন কলারোয়ার কৃতী ব্যক্তিত্ব মশিউর রহমান। তিনি সেবা'র মানবসেবামূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করে সংগঠনটির আরও সমৃদ্ধি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সেবা'র উপদেষ্টা এড. শেখ কামাল রেজা, আহবায়ক শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলী শাহিন, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সেবা'র সৎকার টিমের সদস্য লক্ষ্মণ বিশ্বাস, সেবা'র দাফন টিমের নেতা মুফতি মতিউর রহমান, সাংবাদিক মিয়া ফারুক হোসেন স্বপন, প্রভাষক জিএম ফিরোজ, গোলাম মোস্তফা রিগ্যান, এটিএম মাহফুজ, ইমন হাবিব, ইমাম হোসেন প্রমুখ।