প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০১৯, ১২:১০ পূর্বাহ্ণ
কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত
কামরুল হাসানঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলারোয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কলারোয়ার আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, প্রাক্তন উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার মোঃ মহাসিন আলী, কলারোয়া ইউসিসিএর সভাপতি মশিয়ার রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, সাংবাদিক আসাদুজ্জামানআসাদ, কলারোয়া ইউসিসিএর প্রাক্তন সভাপতি আব্দুল গফুর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার নওশের আলী। অনুষ্ঠান শেষে সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেষ্ট বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.