কলারোয়া ব্যুরো: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বি,এম, নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, শিক্ষাবিদ অধ্যাপক আবু নসর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কৃষি অফিসার রফিকুল ইসলাম, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সহকারী প্রোগ্রামার আইসিটি মোতাহার হোসেন, ফায়ার স্টেশনের লিডার শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, স,ম মোরশেদ আলী, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, আসলামুল আলম আসলাম, শেখ ইমরান হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিবৃন্দ।
করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়ানুষ্ঠানসহ সরকারি নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিতভাবে যথাযথ নিয়মে উত্তোলনের জন্য সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।
কলারোয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট