
কলারোয়ার ব্যুরো:কলারোয়ায় জাতীয় ইদুর নিধন অভিযান’১৯ উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।”আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইদুর নিধন করি”- এই স্লোগানে মাসব্যাপী ইদুর নিধন অভিযানে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহসিন আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন , সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কপাই সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা সহ কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল ইউনিয়ন উপ- সহকারী কর্মকর্তাগণ।