
কামরুল হাসান, কলারোয়া:
“মুজিব বর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলারোয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কলারোয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় গাছের চারা রোপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ছাত্রলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ-সভাপতি স,ম মোরশেদ আলী ভিপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি। ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাগর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান তুহিন,সাবেক, সাংগঠানিক সম্পাদক শামিমুজ্জামান টিপু, সাবেক দপ্তর সম্পাদক শেখ মেহেদী হাসান পলাশ, আমানুল্লাহ কলেজ ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম টিটু, কুশোডাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি বাশারুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, সিজান, শেখ সোহান প্রমুখ।
কলারোয়ায় কেক কেটে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন—শেখ আমজাদ হোসেন
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, প্রভাষক শেখ আলকামুন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা মিঠু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা আশা, ফিরোজ, ইনামুল প্রমুখ।