নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরারা কলারোয়ায় এক এক ইজিবাইক চালককে হুমকি প্রদান ও চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপাওে ইজিবাইক চালক থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এ ব্যাপাওে ইজিবাইক চালক একটি সংবাদ সম্মেলনও করেছেন। ঘটনার বিবরণ সহ কলারোয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন উল্লেখ করে সোমবার (২৩ শে আগস্ট) সকালে কলারোয়া জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে কলারোয়া পৌরসভার-০৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা (গ্রাম-গদখালি) মোশারাফ মোড়লের পুত্র ইজিবাইক চালক সাদ্দাম হোসেন (২৫), জানান, গত ২২ আগস্ট ২০২১ তারিখ সকাল ৯:৩০ ঘটিকার আমি আমার ইজিবাইকে যাত্রী নিয়ে কলারোয়া হতে সোনাবাড়িয়া বাজার মোড় ইজিবাইক স্টান্ডে পৌঁছানো মাত্রই বিবাদী খোকাবাবু (৩২), পিতা-রয়েল ওরফে কালো রয়েল, সাং-হিজলদি, ২। মোঃ টুটুল (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-বয়ারডাঙ্গা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা সহ অজ্ঞাতনামা ০৩ জন নেশাগ্রস্থ অবস্থায় আমার গাড়ির সামনে আসে এবং আমাকে ইজিবাইক সহ গতিরোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে বিবাদীগন আমাকে রাস্তায় ইজিবাইক চালাতে দিবে না এবং ইজিবাইক ভেঙে দেয়ার হুমকি দিতে দিতে থাকে। এক পর্যয় আমার গলা ধাক্কা দেয় এবং আমার ইজিবাইকের চাবি কেড়ে নেয়। এ বিষয়ে আমি ২২/০৮/২০২১ তারিখে কলারোয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছি। ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে তার উপর হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী ইজিবাইকচালক।