
কামরুল হাসান:
কলারোয়ায় শাহিদা খাতুন (২১) নামে এক গৃহবধূর গ্যাসের চুলার আগুনে পুড়ে করুন মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূ উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের মিন্টু হোসেনের স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ শে এপ্রিল আনুমানিক দুপুর ২ টার সময় খাবার গরম করার সময় গ্যাসের চুলাতে আগুন দেয়। এসময় আগুনের ফুলকি ছিটকে তার শরীরের উপর পড়ে আগুন ধরে যায়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে ভর্তি না নেওয়ায় দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা অপারগতা প্রকাশ করলে দ্রুত তাকে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে শাহিদা খাতুন স্বামী ও ৬ মাসের ১ শিশু পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, তিনি বিষয়টি শুনেছেন।