
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় গার্লস পাইলট হাইস্কুলের বার্ষিক পরীক্ষা-১৯’র ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় স্কুল চত্বরে ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্কুলের ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক, সুধিবৃন্দ ও শিক্ষার্থীরা। ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভাবে দেয়া উপহার সামগ্রী তুলে দেয়া হয়।