
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়া থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নির্দেশনায় খোরদো পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই মোঃ ওয়াজেদ আলী সংগীয় ফোর্সের সাহায়তায় সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার দেয়াড়া নতুন বাজার টু কাশিয়াডাঙ্গা বাজারগামী জনৈক মোঃ মিলন হোসেনের বসত বাড়ির পার্শ্বের পাকা রাস্তার উপর হতে মোঃ ঝন্টু গাজী (২৬) কে ১০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন। সে দেয়াড়া গ্রামের ইউনুছ গাজীর ছেলে। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা নং-২৫(৮)১৯ রুজু হওয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।