
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় কৃষকদের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম ফেজ ষষ প্রজেক্ট ( এনএটিপি-২) এর আওতায় সিআইজিদের মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড – (এআইএফ-২) উপ-প্রকল্পের ম্যাচিং গ্রান্ট এ প্রাপ্ত ৭০% ভর্তুকির আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিসের সামনে কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী, কৃষক প্রতিনিধি আতিয়ার হোসেনসহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের সিআইজি ক্লাবে ওই কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়।