নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে কলারোয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত এক নির্দেশনায় ১০ মে ২০২০ তারিখ হতে শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা উপজেলা সমুহে আভ্যন্তরীন ভাবে ব্যবসা বানিজ্য দোকান পাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলী খুলে দেওয়ার যে নির্দেশনা দেয়া হয়েছে সেই বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণ করতে ওই মতবিনিময় সভার আয়োজন করে কলারোয়া উপজেলা প্রশাসন।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপস্থিত ছিলেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য- থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ.সভাপতি আশফাকুর রহমান সোহল প্রমুখ।
আলোচনার একপর্যায়ে কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন- ‘করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা হিসাবে বাংলাদেশ পুলিশের প্রায় দেড় হাজার পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। কয়েকজন মারাও গেছেন। তারপরও পুলিশবাহিনী থেমে নাই। রাতদিন তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এর মধ্যে করোনার কারণে মানুষ গৃহবন্দী হওয়ার ফলে কাজ না থাকায় পারিবারিক দ্বদ্ব ও জমিজমা নিয়ে দ্বদ্ব চরম আকার ধারণ করেছে। এত কিছু সামাল দিতে আজ আমরা অনেক ক্লান্ত। তাই নতুন করে দোকান পাট খুলে গেলে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না। সকলকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলার সব বাজার গুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে।’
ইউএনও সেলিম শাহনেওয়াজ বলেন- ‘বাজার নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগের সব ব্যয়ভার বহন করবে বাজার কমিটির তত্বাবধানে বাজারের সাধারণ ব্যবসায়ীরা।’
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘সরকার দেশের উন্নয়নের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, বাজার পরিচালনা কমিটি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ।’