প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২০, ৮:৪৬ পূর্বাহ্ণ
কলারোয়ায় ইয়াবা ও ওয়ারেন্টের ৭ আসামী গ্রেফতার
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা
ট্যাবলেটসহ ৪ জন ও ৩ জন ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস মঙ্গলবার সাংবাদিকদের জানান, পুলিশ অভিযান চালিয়ে কলারোয়ার ওফাপুর গ্রামের মৃত জালাল দফাদারের বসত ভিটার পূর্ব পার্শ্বের একটি কক্ষের ভিতর কাঠের চৌকির উপর থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে হাতেনাতে আটক করে। এরা হলো: উপজেলার ও ফাপুরগ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৮), একই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মনিরুজ্জামান (৪৩), পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র সরদারের ছেলে সুব্রত সরকার (২৯) ও একই গ্রামের দুলাল চন্দ্র মন্ডলের ছেলে বঙ্কিম চন্দ্র মন্ডল (৩৪)। এছাড়া গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত ৩ আসামি হলো: উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ লাল্টু (২৬), একই গ্রামের ইছাহাক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭)
ও বাকসা গ্রামের মোনাই গাজীর ছেলে হাফিজুর রহমান। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.