সীমান্ত প্রতিনিধি, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা দাস পাড়ায় বস্ত্র সামগ্রী বিতরণ করেছেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা দাস পাড়ায় ঐ বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিরঞ্জন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী।
শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র’র সঞ্চালনায় ঐ বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র সামগ্রী বিতরণ করেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন ।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বাবু সন্দীপ রায়,বিশিষ্ট চিত্রশিল্পী ও সমাজ সেবক শ্রী দিলীপ কুমার দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় উভয় দাস পাড়ার সকল পরিবারের মধ্যে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
কলারোয়ায় ইউনিয়ন আ’লীগ সভাপতির বস্ত্র বিতরণ
পূর্ববর্তী পোস্ট