
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অজেদার রহমান খাঁন চৌধুরীর ১৯ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার পারিবারিক উদ্যোগে পালন করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কলারোয়ার খাসপুর মোড়স্থ চৌধুরী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লিগণ শরিক হন। উল্লেখ্য, সমাজসেবক আলহাজ্ব অজেদার রহমান খাঁন চৌধুরী ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।