নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার মাদরা বাজার সংলগ্ন রাস্তার সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পূর্বে সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজার সংলগ্ন শওকত আলীর কাঠগোলার পাশ থেকে একটি শিশু গাছ কেটে নিয়েছে স্থানীয় ৩ জন মিলে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কাঠগোলার মালিক স্থানীয় মাদরা গ্রামের শওকত আলী বলেন- মাদরা গ্রামের আরশাদ আলীর পুত্র শফিকুলের নেতৃত্বে একই গ্রামের নুর হোসেনের পুত্র সাজু ও ইমাম হোসেনের পুত্র হাসান মিলে এই মরা শিশু গাছটি কেটে আমার কাঠ গোলার মধ্যে রেখে গেছে। কাটার সময় বলেছে গাছটি তারা নিলামে কিনেছে। শফিকুলের সাথে কথা হলে তিনি জানিয়েছেন এই মরা গাছটি সাজু তার ফার্মেসির সোকেচ তৈরী করার জন্য টেন্ডারে কিনেছে এ কথা শুনে আমি গাছটি কেটেছি। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন গাছটি মরা ছিল এবং পাশ দিয়ে কারেন্ট'র তার প্রবাহিত ছিল সে কারনে ঝুঁকিতে ছিল গাছটি। আমি বিষয়টি শুনে সেখানে চৌকিদার পাঠায়ে কাঠ সেখানে জমা করে রেখেছি। কলারোয়া উপজেলা বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা কামাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন আমরা কোন রাস্তার গাছ টেন্ডারে বিক্রি করিনি। যারা গাছটি কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।