কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া পৌরসভার প্রাক্তন আনসার ভিডিপি সদস্য তুলসীডাঙ্গা গ্রামের আবুল কাশেম (৬১) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ভোররাতে তিনি নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের ভাই মোঃ মিরাজ হোসেন জানান, তার ভাই গত ১০ বৎসর যাবৎ প্রাণ কোম্পানিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। কর্মরত অবস্থায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে কোম্পানি তার চিকিৎসার ব্যবস্থা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল ১০টায় তুলসীডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।