কামরুল হাসান: কলারোয়ার সীমান্তবর্তী গয়ড়া বাজারে সমন্বিত উদ্যাগে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার গয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে ৪১টি পরিবারের মাঝে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো: চাল ডাল, আলু, লবণ, চিনি, সাবান, সুজি ও তেল। খাদ্যসামগ্রী বিতরণকাল উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, গয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মিলন হোসেন, রুহুয়ান, শরিফুল, কামরুল ইসলাম, রওশন প্রমুখ।