সীমান্ত (কলারোয়া)প্রতিবেদক: কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের ৩নং ওয়াড ইউপি সদস্য ইয়ার আলীর গরুর খাটালে আগুন লেগে ভস্মীভূত হয়েছে।
শনিবার দুপুর ১ টার দিকে ইউনিয়নের গাড়াখালী গ্রামে ইউ পি সদস্যর গরুর খাটালে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে, মেম্বর ইয়ার আলী জানান, আমি ওই সময় ইউনিয়ন পরিষদে ছিলাম,দুপুরের দিকে কে বা কারা আগুন লাগিয়ে আমার খাটালটি পুড়িয়ে ফেলতে চেয়েছিল। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরো বলেন খাটালে পানির মেশিন আসবাবপত্র ও ঘরের চালের টিন সহ পুড়ে প্রায় দেড় লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।