কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলার ৩ নং কয়লা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভপতিত্ব করেন কৃষকলীগ নেতা প্রনব ঘোষ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা ওয়ার্কস পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানউল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দীপ রায়, পৌর কৃষকলীগের আহবায়ক আবু সাঈদ রেজাসহ দলীয় নেতা- কর্মীবৃন্দ।
সভা শেষে মশিউর রহমানকে প্রস্তুতি কমিটির আহবায়ক, আব্দুল মাজেদ সানাকে যুগ্ম আহবায়ক ও প্রশান্ত মন্ডলকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছ।