সীমান্ত,কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারির নাম হাসান আলী। সে যশোরের কেশবপুর উপজেলার চাদরা গ্রামের কফিলুদ্দিনের পুত্র।
সাতক্ষীরা ৩৩বিজিবি'র কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকাল পৌনে ৩ টার সময় বিজিবি কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নুরে আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি স্বর্ণের বার ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ কুখ্যাত স্বর্ণ চোরাকারবারি হাসান আলীকে গ্রেফতার করা হয় ।
কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সীমান্তে চোরাচালান নির্মূলের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।