আক্তারুজ্জামান, সীমান্ত কলারোয়া প্রতিবেদক: কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র করেছে সাতক্ষীরা সদরের সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব। মঙ্গলবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে, সপ্তগ্রাম রেক্রিয়েশন ফুটবল ক্লাব ও কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর ৯ মিনিটে কেঁড়াগাছি ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজ একটি গোল করে দলকে এগিয়ে নেন, ১২ মিনিটে সপ্তগ্রাম এর ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় রেজা একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ২০মিনিটে সপ্তগ্রামের ১২নম্বর জার্সিধারী খেলোয়ার মুক্তাদির একটি গোল করে দলকে এগিয়ে নেন ২৭ মিনিটে কেঁড়াগাছির ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহরুল গোল করে খেলায় আবারো সমতা ফেরায়। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২--২ গোলে স্বাগতিকদের সাথে ড্র করেছে সাতক্ষীরা সদরের সপ্তগ্রাম রেক্রিয়েশন ফুটবল ক্লাব। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মীর শাহীন,আসিক আলী।