প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২০, ৮:৫২ অপরাহ্ণ
কলারোয়ার কেঁড়াগাছিতে টিসিবি’র পণ্য বিক্রয়
কামরুল হাসান
কলারোয়ার কেঁড়াগাছী ইউনিয়নে ভোক্তাদের নিকট সরকারি নির্ধারিত মূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।
সোমবার (২০এপ্রিল) সকাল থেকে কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির এই পণ্য বিক্রয় করা হয়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজাল হোসেন হাবিল এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুস ছালাম, সাংবাদিক মো. খায়রুল আলম কাজল সরদার, সাংবাদিক ফারুক হোসেন, আনসার সদস্য ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
টিসিবি’র ডিলার আজারুল ইসলাম বলেন- সরকারি নির্ধারিত মূল্য নির্ধারণে ভোক্তাদের মাঝে ৮০ টাকা দরে ২ হাজার লিটার সয়াবিন তৈল, ৫০টাকা দরে ২ হাজার কেজি চিনি, ৬০ টাকা দরে ১ হাজার কেজি ছোলার ডাল, ৫০ টাকা দরে ৩ কেজি ডাল বিক্রয় করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.