
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক হাসান আবু তাহের। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক এসএম ফারুক হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রত্যেক শ্রেণির কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। শিক্ষকদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে তাদেরকেও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আতাউর রহমান নিজ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মায়েদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।