আখতারুজ্জামান, কেড়াগাছিপ্রতিনিধি:
কলারোয়া কেড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের এলিট সংঘের উদ্যোগে, গ্রামে করোনা প্রাদুর্ভাবে দুস্থ,অসহায়,কর্মহীন ১৭০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, তৈল, লবন, সাবান বিতরণ করা হয়।
কাকডাঙ্গা গ্রামের এলিট সংঘের আহবায়ক সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেন এবং বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুজ্জামান বকুল ও সমাজ সেবক রুহুল আমিনের তত্বাবধানে, এছাড়া কাকডাঙ্গা গ্রামের কৃতি সন্তান ডাঃ নাজমুল হক (কুম) ,ফাইজুল ইসলাম(জেলা লেইগা এইড অফিসার, পিরোজপুর), ডাঃ হাবিবুল বাসার, ডাঃ আমিনুর রহমান বকুল, সহযোগী অধ্যাপক আব্দুল আলিম সহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গের অর্থায়নে এই সমস্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
১ম রমজান শনিবার সকাল থেকে অসহায়, দূস্থ, কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই সব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় কাকডাঙ্গা এলিট সংঘের আহবায়ক সানোয়ার হোসেন, কামরুজ্জামান বকুল ও রুহুল আমিন বলেন- করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তারা গ্রামের সাধারণ জনগণকে করোনা সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।