
আক্তারুজ্জামান সীমান্ত, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা দঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদটি পূণঃ নির্মাণ কল্পে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় স্হানীয় মসজিদে সাতক্ষীরা গভঃ কলেজের সহযোগী অধ্যাপক ছানোয়ার হুসাইনের সভাপতিত্বে, মাওঃ আঃ রহমানের পরিচালনায় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কাকডাঙ্গাগ্রামের কৃতি সন্তান , পিরোজপুর জেলা আদালতের সিনিয়র সহকারী জজ , জনাব ফায়জুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মারুফ হোসেন, ২নংওয়ার্ডের মেম্বার শামছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব মোঃ অহিদুজ্জামান, লাঙ্গল ঝাড়া দাখিল মাদ্রাসার সুপার,মাওঃ আবুল খায়ের, মৌলভী ইসমাইল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি, অহিদুজ্জামান খোকা, মোঃ অছিকুর রহমান, আঃ ছালাম,
এসময় আরো উপস্হিত ছিলেন, বাবুল আনাম , ওবায়দুল্লাহ সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কাঁকডাঙ্গা দঃ পাড়া ইয়াং জেনারেশনের সদস্য বৃন্দ।