
কামরুল হাসান, কলারোয়া থেকে: কলারোয়া বেত্রবতী নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বেত্রবতী নদীর শাখা বেতনা নদীর স্লুইজ গেট সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল জানান, ‘শনিবার সকালে শাকদাহ বাজার স্লুইজ গেট সংলগ্ন এলাকায় বেত্রবতী নদীর পানিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে থাকার খবর পায়। খবর পেয়ে সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে যেয়ে পুলিশ সদস্যদের নিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহটি পার্শ্ববর্তী যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজিয়াডাঙ্গা গ্রামের রশিক কুমার বিটের ছেলে প্রদীপ কুমার বিটের (৬১) বলে জানা গেছে।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল জানান।