ইমরান সরদার, কলারোয়া থেকে: আগামী ৩০ শে জানুয়ারী কলারোয়া পৌর নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলার পাশাপাশি ভোটারদের ভোট প্রদানে শতভাগ অংশ গ্রহনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার পৌর নির্বাচনে অংশ গ্রহনকারী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সাথে পুলিশ সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া থানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এর উপস্থিতিতে মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীগন ব্যালট পেপার এবং নির্বাচনের সকল সরঞ্জামাদি ৩০ শে জানুয়ারী সকালে ভোট কেন্দ্রে পৌছানোর দাবী জানান।
ভোট কে সুষ্ঠ করতে প্রার্থীদের দাবী'র প্রতি সমর্থন জানিয়ে প্রধান অতিথি মির্জা সালাহউদ্দিন বলেন,
নির্বাচন কমিশন আগামী নির্বাচন সামনে রেখে দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য সম্প্রতি আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় এই বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা পুলিশ বিভাগ থেকে আশা করবো আপনাদের সহযোগীতা পেলে আসন্ন ৩০ জানুয়ারী কলারোয়া পৌর নির্বাচন অবশ্যই সুষ্ঠ হবে।