কলারোয়া ব্যুরো: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ইন্টার্ন চিকিৎসকদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. ইউনুস আলী, পরিচালনা পর্ষদ সদস্য ডা. মো. আশিকুর রহমান, ইউনিক হোমিও ল্যাবরেটরীর তত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মো. ইসাহাক ওবাইদী, প্রয়াত ডা. আনিছুর রহমানের পুত্র চিকিৎসক ও সংবাদ কর্মী ডা. মো. শফিকুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ডা. মো. হাবিবুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিক হোমিও ল্যাবরেটরী।