নিজস্ব প্রতিবেদক: কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশকালে ৪ বাংলাদেশীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাকডাঙ্গা সীমান্তে ওই আটকের ঘটনা ঘটে। বিজিবি স‚ত্রে জানা যায়, উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সীমান্তে নিয়মিত টহলে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি'র সীমানা পিলার ১৩/৩ এসআর ৩ আরবি এর নিকট অবস্থান নেয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই স্থান দিয়ে ৪ বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল জেলার কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি(৩৫) ও তার স্ত্রী আঁখি আক্তার (২৭), নেত্রকোনা সদর থানা এলাকার সড়বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার(২৫) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন(২৪)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিজিবি সদস্যরা আটককৃতদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায়।