কলারোয়া ব্যুরো: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসি সদস্য গণপতি বিশ্বাস। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, শিক্ষার্থী আবু রায়হান, রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও. আব্দুদ দাইয়ান।
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট