কলারোয়া ব্যুরো:
নতুন শিক্ষা কারিকুলাম বিস্তরণ বিষয়ে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ইন হাউস প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় প্রতিষ্ঠান প্রধান রাশেদুল হাসান কামরুলের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ে ইন হাউস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন। দিনব্যাপি চলা এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মশিউর রহমান। এসময় শিক্ষকমন্ডলী ইতোপূর্বে অর্জিত প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা শেয়ারিংয়ের মাধ্যমে ইন হাউস প্রশিক্ষণ কর্মশালা প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলেন।
এসময় প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল শিক্ষকমন্ডলীদের শিক্ষাদান পেশায় আরও মনোযোগী ও দায়িত্বশীল হয়ে বর্তমান শিক্ষাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছে দেওয়ার আহবান জানান। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার প্রমুখ।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশনা প্রদান করে। যার ফলশ্রুতিতে কলারোয়া উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানা গেছে।