প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(৫ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও দোয়ানুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী তানভীর সোহেল, রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, প্রান্ত কর্মকার প্রমুখ। আলোচনা শেষে দিবসের তাৎপর্য তুলে শিক্ষার্থীদের মধ্য থেকে তানভীর সোহেল, জেরিন তাবাচ্ছুম মেধা ও প্রান্ত কর্মকার অসাধারণ বক্তব্য প্রদান করায় সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ তাদের পুরষ্কৃত করেন। সেই সাথে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষাপোকরণ তুলে দেন সভাপতি ও প্রাধন শিক্ষকসহ শিক্ষকমন্ডলী।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.