রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হবে। এজন্য দেশে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট ইকোনমি গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। মঙ্গলবার কলারোয়া পৌর প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. ইমরান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কলারোয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দৈনিক সমকালের কলারোয়া প্রতিনিধি প্রভাষক কে এম আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, রবি টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম খান, দৈনিক নওয়াপাড়া কলারোয়া প্রতিনিধি রাসেল হোসেন আরএম, দৈনিক আজকের সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি আলম হোসেন, সাংবাদিক মেহেদী সোহাগ, সাংবাদিক আলামিন গাজী প্রমুখ। সাংবাদিক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান।
কলারোয়া পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পূর্ববর্তী পোস্ট