রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়া উপজেলা পরিষদ অফিসের নতুন ভবনের কাজ পরিদর্শন করা হয়েছে। সোমবার (২১ আগষ্ট) জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নতুন ভবন পরিদর্শন ও পর্যালোচনা শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং একটি নারকেল গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসসহ উপজেলা কার্যালযের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।