
রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: শেখ রাসেল ক্রীড়া চক্র লি: ঢাকার পক্ষ থেকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসকে শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি তুলে দিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং বর্তমান শেখ রাসেল ক্রিকেট একাডেমির সহ-সভাপতি ডা. মুফতি মো. আবু তাহের। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসে উক্ত ক্লাবের পক্ষ থেকে সহ সভাপতি মুফতি মো. আবু তাহের সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সম্পাদক সাংবাদিক আতাউর রহমান, দৈনিক খুলনা-অঞ্চলের কলারোয়া উপজেলা প্রতিনিধি সোহাগ হোসেন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, আলামিন গাজী। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন,বাংলাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রেরসহ সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন ও শুভকামনা জানান। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উক্ত সংগঠনের অবদান তুলে ধরেন এবং আরো এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন।