প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
কলারোয়ার হোমিও চিকিৎসক শেখ ইমান আলির ১৬তম মৃত্যুবার্ষিকী
কামরুল হাসান: কলারোয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা: শেখ ইমান আলির ১৬তম মৃত্যুবার্ষিকী রোববার (১৩জুলাই)। প্রয়াত ডা: শেখ ইমান আলি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পিতা। ২০০৯ সালের আজকের এই দিনে কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি গ্রামে। জানা যায়, ডা: শেখ ইমান আলি সুদীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সাথে এ জনপদে হোমিও চিকিৎসা সেবা দান করে গেছেন। কর্মজীবনের শুরুতে ষাটের দশকে তিনি কলারোয়ার খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলেও তিনি শিক্ষকতা করেন। কলারোয়া পশু হাট মোড়ে তাঁর হোমিও প্রতিষ্ঠানের নাম ছিলো ‘আলি হোমিও হল’। দীর্ঘদিন এখানে চিকিৎসাসেবা দেওয়ার পর সর্বশেষ নিজ বাড়িতে ডাক্তারি করতেন তিনি। মরহুমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র সাবেক পৌর কাউন্সিলর শেখ ফারুক আহমেদসহ পরিবারের সকল সদস্যবৃন্দ ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.