
প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন গয়রা বাজারে ঔষধের ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি
অদ্য ১০ জুলাই ২০২৫ তারিখ ১৫০০-১৮০০ ঘটিকা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন গয়রা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, এসি ল্যান্ড, কলারোয়া, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, জনাব মোঃ বাশারাফ হোসেন, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসী এর মালিক মোঃ কবিরুল ইসলামকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
স্বাক্ষরিত/-
মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি
লেঃ কর্নেল
পরিচালক
অধিনায়ক
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)