
কলারোয়া ব্যুরো:কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে কমিটি গঠন ও তৎসংশ্লিষ্ট এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় কেঁড়াগাছির সোনাই নদীর ধার ঘেঁষে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে কমিটি গঠন নিয়ে এক সাধারণ বর্ধিত সভার আয়োজন করা হয়।
নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুরাতন কমিটি বাতিল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কুমার ঘোষ, শিক্ষক হরিসাধন ঘোষ, নিরঞ্জন কুমার পাল, সন্তোষ পাল, অমল বিশ্বাস, নির্মল কুমার সরদার, উত্তম কুমার ঘোষ, সোনা ঘোষ, কলারোয়া নিউজের সাংবাদিক মিলন দত্ত সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের নাম প্রস্তাব করা হয়। সভায় অন্যান্যে পদের নাম পূর্নাঙ্গ কমিটি গঠনের পর প্রকাশ করা হবে বলে জানানো হয়।