প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন
কামরুল হাসান।। কলারোয়ার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) রায়টা প্রাইমারি স্কুল চত্বরে বিকেল থেকে রাত অবধি চলা এ সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম লিডার আবুল হাসান হাদী। সম্মেলনে সভাপতিত্ব করেন কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কুশোডাঙ্গার ৯ টি ওযার্ড কমিটি গঠনের প্রক্রিয়া চলমান ছিল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.